জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের পক্ষ থেকে কিছু উপদেষ্টার ‘সেফ এক্সিট’ নেওয়ার ইচ্ছার বিষয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নাহিদ ইসলাম এ বক্তব্য দিয়েছেন অভিমানে, নাকি কোনো বিশেষ কারণে — তা তাঁকে পরিষ্কার করতে হবে। তাঁর এ বক্তব্য তথ্য-প্রমাণসহ উপস্থাপন করতে হবে।”
রিজওয়ানা হাসান জানান, যদি এনসিপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয় এবং তা সুনির্দিষ্ট প্রমাণসহ হয়, তাহলে সরকারও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।
নিজের অবস্থান স্পষ্ট করে পরিবেশ উপদেষ্টা বলেন, “আমি এক্সিট খুঁজছি না। অতীতেও অনেক ঝড়-ঝঞ্ঝা এসেছে, সেগুলো মোকাবিলা করে দেশে থেকেছি। ভবিষ্যতেও বাংলাদেশেই থাকব, আপনাদের সঙ্গেই।”
সম্প্রতি এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং নিজেদের জন্য ‘সেফ এক্সিট’ চাইছেন। তাঁর বক্তব্যের পর এনসিপির আরেক নেতা সারজিস আলমও একই ধরনের অভিযোগ তুলেছেন।
এই প্রসঙ্গেই রিজওয়ানা হাসান সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও প্রমাণ দাবি করলেন, যাতে জনগণ প্রকৃত তথ্য জানতে পারে।