পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। তার অভিযোগ, “ভারত অর্থ ও অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে, যাতে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়।”
বুধবার (১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান আরও বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে ভারত ও শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার দেশকে অশান্ত করার চক্রান্ত করছে। আওয়ামী লীগের এখন কলকাতায় পার্টি অফিস, আর দিল্লি থেকে শেখ হাসিনা সেটি চালাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।”
সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া এক বক্তব্য প্রত্যাখ্যান করে রাশেদ খান বলেন, “আমরা ঘৃণাভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এই দেশে আর রাজনীতি করার অধিকার নেই। তারা নির্বাচনে অংশগ্রহণ করতেও পারবে না।”
পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের সময় রাশেদ খান বলেন, “আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু মনে করি না। এ দেশ সবার—উৎসবও সবার।”
এই সময় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা, ছাত্র ও যুব অধিকার পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।