সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ অক্টোবর) বিকেলে নগরের পাঠানটুলা এলাকায় তাঁর বাসার দরজায় এ নোটিশ টাঙানো হয়।
দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের তিন সদস্যের একটি দল ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে এসে পরিচালক (মানি লন্ডারিং) মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত নোটিশটি সরাসরি বাসভবনে টাঙিয়ে দেন।
দুদকের দাবি, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আনোয়ারুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাই দুদক আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা ও আয়ের উৎসসহ সম্পূর্ণ বিবরণ জমা দিতে বলা হয়েছে।
বিবরণী না দিলে বা মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আনোয়ারুজ্জামান চৌধুরী ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন। সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট তিনি যুক্তরাজ্যে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।