রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। শোবিজ অঙ্গনের তারকারাও এই হৃদয়বিদারক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন।
শাহনাজ খুশি
“নিউজ দেখেই শরীরটা খারাপ লাগছে। এমন ভয়াবহ ঘটনা কীভাবে মেনে নেব! মনে হচ্ছে প্রত্যেকটা সন্তান যেন আমারই সন্তান। যেসব মা আজ তাদের সন্তান হারিয়েছেন, তাদের অবস্থার কথা ভাবলেই বুক হাহাকার করে। যারা শুধু ভিউয়ের জন্য এসব ভিডিও ছড়াচ্ছেন, অনুরোধ করব—থেমে যান। এসব ফুটেজ দেখে যে কেউ অসুস্থ হয়ে পড়বে।”
রোজিনা
“আতঙ্ক আর অস্থিরতায় আছি। ছোট ছোট শিশুরা যেখানে পড়াশোনা করে, সেখানে এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। বাচ্চাদের ছবি টিভিতে দেখলে চোখ সইছে না। শোক জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। যারা সন্তান হারিয়েছেন, তাদের কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সৃষ্টিকর্তা সবাইকে এই শোক সইবার শক্তি দিন।”
জয়া আহসান
“টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো নিষ্পাপ শিশুর এমন মৃত্যু সত্যিই দুঃস্বপ্ন। তাদের বাবা-মা এই শূন্যতা কীভাবে মেনে নেবেন? আহত শিশুরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে—এই প্রার্থনা করছি। আজ নিজেকে ভীষণ অসহায় লাগছে।”
ফজলুর রহমান বাবু
“এই ঘটনার কষ্ট শুধু আমার একার না, পুরো দেশের মানুষের। নিহত ও আহত সবাই আমাদেরই সন্তান, আমাদেরই আপনজন। জনবহুল শহরে কীভাবে প্রশিক্ষণ যুদ্ধবিমান ওড়ানো হয়—এটা নিয়ে এখনই ভাবা উচিত। এই দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, কতটা অরক্ষিত আমরা। সৃষ্টিকর্তা শোকাহত পরিবারগুলোকে শক্তি দিন।”
দীপা খন্দকার
“ভীষণ বেদনাদায়ক একটা দিন। যারা সন্তান হারিয়েছেন, তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশের বাইরে। এটা যে কোনো স্কুল, হাসপাতাল বা বাড়িতে ঘটতে পারত। কিন্তু এটাই তো স্বাভাবিক না। আমি যে স্কুলে আমার সন্তানদের পড়াই, সেটা মাইলস্টোন থেকে খুব দূরে না। এমন জায়গায় কি যুদ্ধবিমান উড়ানো উচিত? যারা আহত হয়ে হাসপাতালে আছেন, তাদের যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হয়।”
সজল
“ভীষণ কষ্ট লাগছে। কিছু বলার ভাষা নেই। ছোট ছোট শিশুদের মুখ দেখে মনটা ভেঙে যাচ্ছে। খুব অসহায় লাগছে। আল্লাহকে ডেকেই চলেছি যেন এমন ঘটনা আর না ঘটে। যেসব মা আজ তাদের সন্তান হারিয়েছেন, তাদের কি কোনো সান্ত্বনা দেওয়া যায়? আল্লাহই পারেন তাদের এই বেদনা লাঘব করতে। দুর্ঘটনার খবর শোনার পর থেকে একটা ট্রমার মধ্যে আছি।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে তারকারা শুধু সমবেদনা জানাননি, কেউ কেউ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন।