বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইজ্যাব) নামে একটি নতুন প্লাটফর্ম গঠন করা হয়েছে।
সংগঠনে দৈনিক যুগান্তরের অনুসন্ধানী সাংবাদিক নেসারুল হক খোকনকে সভাপতি ও দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আরিফকে সাধারণ সম্পাদক পদে মনোনীতি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহী গঠন করা হয়।
সংগঠনের অন্যান্য পদে যাদের মনোনীতি করা হয়েছে তারা হলেন সিনিয়র সহসভাপতি যমুনা টিভির অপূর্ব আলাউদ্দিন, সহসভাপতি চ্যানেল টুয়েন্টিফোরের জি এম ফয়সাল আলম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ডেউলী স্টারের জামিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির শাকিল আবদুল্লাহ রাফি, অর্থ সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের তাইমুর হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক সমকালের বকুল আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, প্রচার প্রকাশনা সম্পাদক ইত্তেফাকের সাঈদুল ইসলাম, দপ্তর সম্পাদক নয়াদিগন্তের এসএম মিন্টু, আইন ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাছরাঙ্গা টিভির কাওসার সোহেলী, আন্তর্জাতিক বিষয় সম্পাদক আজকের পত্রিকার শাহরিয়ার হাসান, কল্যাণ সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের শাহরিয়র আরিফ।
কার্যনির্বাহী সদস্য আরটিভির ইলিয়াস হোসেন, ইউএনবির জাহাঙ্গীর আলম, এনটিভির শফিক শাহীন, ডেইলী অভজারভারের মামুনুর রশীদ, যমুনা টেলিভিশনের আব্দুল্লাহ তুহিন ও কালবেলার সানাউল হক সানি