November 23, 2025, 9:56 pm

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল আজই প্রকাশ

  • Update Time : Sunday, September 28, 2025
  • 25 Time View

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ রোববার (২৮ সেপ্টেম্বর) প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগেই জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যেই এই ফল প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী, আজই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে কমিশন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম ২৮ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে। সেই অনুযায়ী আজ ফল প্রকাশ করা হচ্ছে।”

বিসিএস তরুণদের কাছে শুধুই একটি পরীক্ষা নয়—এটি তাদের ভবিষ্যতের স্বপ্নপূরণের পথ। সেই পথের প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা। এবার ৪৭তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে মোট ৩ হাজার ৪৮৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে নন-ক্যাডারে রয়েছে আরও ২০১টি পদ। অর্থাৎ, মোট ৩ হাজার ৬৮৮ জন প্রার্থী নিয়োগ পাবেন এই বিসিএসের মাধ্যমে।

এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যুক্ত হয়েছে। পদসংখ্যা তুলনামূলক বেশি হলেও, প্রতিবছরের মতো এবারও প্রতিযোগিতা থাকবে তীব্র। কারণ, আবেদনকারী ও যোগ্য প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে।

পিএসসি ইতোমধ্যে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা ঘোষণা করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ও পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফলাফল দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৪৬তম বিসিএসের অভিজ্ঞতা থেকেই বোঝা যাচ্ছে, পিএসসি ফলপ্রকাশের ক্ষেত্রে এখন অনেক দ্রুত ও কার্যকর হচ্ছে। গত বছর মাত্র ১৩ দিনের ব্যবধানে ৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এবারের ফলও নির্ধারিত সময়েই প্রকাশ হওয়ায় মূল পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাবেন প্রার্থীরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com