November 23, 2025, 9:56 pm

দেখা-অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি: সিইসি

  • Update Time : Saturday, September 27, 2025
  • 21 Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের মতো দেশে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জপূর্ণ। তিনি বলেন, আমরা দেখা-অদেখা বহু সমস্যার মুখোমুখি হয়েও দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি সবসময়ই “গ্লাসে অর্ধেক পানি ভরা” অবস্থানে থাকেন, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্ব করেন। এসময় নির্বাচন কমিশনের সচিব, অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, তিনি পরিবার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার মতো মনোভাব নিয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন সবসময় আইন মেনে কাজ করবে, কোনো দল বা ব্যক্তির পক্ষে পক্ষপাত করবে না। তিনি বলেন, “আমরা অন্যায় নির্দেশনা দেব না, বেআইনি কোনো নির্দেশনা মানব না এবং সঠিক কাজ সঠিকভাবে করার চেষ্টা করব।”

তিনি কর্মকর্তাদের প্রতি সতর্ক করে বলেন, কারো পক্ষে কাজ করা চলবে না, বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনা প্রয়োজন। “আপনাদের ভূমিকা শপথ রক্ষার মাধ্যমেই সাফল্যমণ্ডিত হবে” বলেও উল্লেখ করেন সিইসি।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com