গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সেমিপাকা টিনশেড ওই গোডাউনে আগুন লাগে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টার মধ্যে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—ফায়ার সার্ভিস সদস্য শামীম আহমেদ (৪২), জয় হাসান (২৮), নুরুল হুদা (৪০), খন্দকার জান্নাতুল নাইম (৩৮) এবং পাশের একটি দোকানের কর্মচারী আল-আমিন হোসেন (২৮)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন ও ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নেভানোর সময় কেমিক্যাল বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সোডিয়ামজাতীয় দাহ্য পদার্থ ছিল, যা আগুনের তীব্রতা ও বিস্ফোরণের মাত্রা বাড়িয়ে দেয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের চার সদস্য ও দোকান কর্মচারী আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক।
আল-আমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, তারা একটি হার্ডওয়্যার দোকানে কাজ করেন। পাশের কেমিক্যাল গুদামে আগুন লাগার সময় আল-আমিন মালামাল সরাচ্ছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে, এবং তিনি দগ্ধ হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামে থাকা রাসায়নিকের কারণে সতর্কতা বজায় রাখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।