চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর ড্রাইভারের বাড়ি থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।
জব্দকৃত নথিগুলোর মধ্যে রয়েছে বিদেশে অর্থপাচার, সম্পদ অর্জন, বিভিন্ন বিল পরিশোধ, সম্পত্তি ভাড়া ও লেনদেন সংক্রান্ত বহু গোপনীয় কাগজপত্র। এসব নথি সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাইফুজ্জামান জাবেদের দুই ঘনিষ্ঠ সহযোগী—আব্দুল আজিজ ও উৎপল পালকে। বিদেশে অর্থপাচার ও সম্পদ গোপনের অভিযোগে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামিরা জানান, জাবেদের বিদেশে অর্জিত সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তার স্ত্রী রুকমিলা জামানের নির্দেশে গোপনে ড্রাইভার ইলিয়াসের বাড়িতে সরিয়ে রাখা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতেই আজ ভোরে অভিযান চালায় দুদক। অভিযানে গাড়িচালক ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তাভর্তি নথিপত্র উদ্ধার করা হয়। দুদক জানিয়েছে, জব্দকৃত নথিগুলোর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। এর ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক ভূমিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগ নিয়ে ইতোমধ্যে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন।