November 23, 2025, 11:17 pm

গাজায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

  • Update Time : Thursday, September 18, 2025
  • 48 Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনাসদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে।

নিহত সেনাদের পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন— মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেন্যান্ট ইরান সেলাম, লেফটেন্যান্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেন্যান্ট রোন আরিলি। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ক্যাডেট ছিলেন, মৃত্যুর পর তাদের সবাইকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।

আইডিএফ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাফার জেনিনা এলাকায় একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কারের কাজ করছিল। এ সময় তার পেছনে থাকা দুটি হামভি যানবাহনের একটি রাস্তা থেকে কিছুটা সরে গেলে শক্তিশালী বোমার বিস্ফোরণে সেটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই চারজন সেনা নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের ধরন, সক্রিয় করার পদ্ধতি এবং কখন সেটি স্থাপন করা হয়েছিল— এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানায় আইডিএফ।

উল্লেখ্য, রাফা শহর থেকে হামাস যোদ্ধাদের হটিয়ে দেওয়ার দাবি আগেই করেছিল ইসরায়েল। তবে এই হামলা প্রমাণ করে, এলাকাটিতে এখনো সক্রিয় রয়েছে হামাসের সদস্যরা। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফার জেনিনা এলাকায় এখনো কয়েক ডজন হামাস যোদ্ধা লুকিয়ে আছে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com