November 24, 2025, 3:51 am

আলাদা করা হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত

  • Update Time : Thursday, September 18, 2025
  • 41 Time View

দেশের জেলা পর্যায়ের দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। এতে করে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং দীর্ঘসূত্রতা কমবে বলে আশা করছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজদের ওপর থেকে দ্বৈত দায়িত্ব তুলে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই একই বিচারককে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মামলা পরিচালনা করতে হতো, যা বিচারিক কার্যক্রমকে ধীর করে তুলছিল। বর্তমানে দেশের অধঃস্তন আদালতে প্রায় ১৬ লাখ দেওয়ানি এবং ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন।

এই বাস্তবতা বিবেচনায় সরকার ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত স্থাপন করেছে। এসব আদালতে বিচারকরা শুধু ফৌজদারি মামলার বিচার করবেন।

ফলে জেলা পর্যায়ে এখন থেকে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম আলাদাভাবে চলবে। এতে বিচারকরা একক দায়িত্ব পালন করতে পারবেন এবং বিচারপ্রক্রিয়ার গতি অনেকাংশে বাড়বে বলে মন্তব্য করেছে আইন ও বিচার বিভাগ।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com