তিন দফা দাবির বিরোধিতা এবং নিজেদের ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে সড়ক ও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা।
রাজধানী থেকে শুরু করে বিভিন্ন জেলা শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্র এবং সংগঠনের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, “আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। আগামীকাল ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’র মাধ্যমে অযৌক্তিক তিন দফা দাবির প্রতীকী কবর রচনা করা হবে।”
মাশফিক ইসলাম অভিযোগ করেন, “শিক্ষা মন্ত্রণালয় যে সংজ্ঞা দিয়েছে, তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। কিন্তু কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমাদের দাবিকে দুর্বল করার চেষ্টা করছে।”
সংগঠনের কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, “প্রকৌশলী আন্দোলনের নামে কিছু শিক্ষার্থী সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে, এমনকি প্রকাশ্যে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।”
তিনি চার দফা দাবি তুলে ধরেন:
ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি
বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা কার্যক্রম বন্ধ
কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা বাস্তবায়ন
‘ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন’ চালু
আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। ফেসবুক, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আন্দোলনকারীদের পোস্ট, ভিডিও ও স্লোগান ভাইরাল হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আন্দোলনকারী জানান, “বৃহস্পতিবারের কর্মসূচি আরও তীব্র হবে। আজকের অবস্থান শুধু সূচনা। সরকার দ্রুত দাবি না মানলে আন্দোলন প্রতিটি জেলা ও উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়বে।”
কারিগরি শিক্ষার্থীরা সম্প্রতি ঘোষিত তিন দফা দাবিকে অযৌক্তিক বলে বাতিল চেয়ে আসছে। পাশাপাশি তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষণ, পাঠ্যক্রমের আধুনিকায়নসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজপথে সক্রিয়।