পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’ ও ‘দিলরুবা’-এর মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই তারকা বাংলাদেশেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তার আগমন নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে উত্তেজনা।
সব জল্পনার অবসান ঘটিয়ে এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই নিশ্চিত করেন তার সফরের উদ্দেশ্য। তিনি বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। আমি সানসিল্কের সঙ্গে ঢাকায় আসছি। অনেক মজা হবে, সঙ্গে ছোট্ট একটা সারপ্রাইজ থাকছে।”
সানসিল্ক পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা প্রচারের অংশ হিসেবে হানিয়ার এই সফর। ঢাকায় অবস্থানকালে তিনি সানসিল্ক আয়োজিত একাধিক ইভেন্টে অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া হানিয়া আমির ২০১৬ সালে জানান সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রাণবন্ত ব্যক্তিত্ব, স্টাইলিশ লুক ও অভিনয় দক্ষতার কারণে দ্রুতই তরুণদের প্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।
চলতি বছর পাঞ্জাবি ভাষার সর্দারজি থ্রি সিনেমার মাধ্যমে ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে হানিয়ার। সিনেমাটিতে নূর চরিত্রে অভিনয় করে ভারত ও পাকিস্তানে প্রশংসিত হন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।