আগামী রমজানের আগেই দেশে একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি আগের পেশাগত দায়িত্বে ফিরে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কথোপকথনে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে যুক্ত হন আইএমএফ প্রধান। আলোচনায় দেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে আলোচনা হয়।
আইএমএফ প্রধান বলেন, “আপনি অল্প সময়ে অনেক কিছু করেছেন। সংকটময় সময়ে দেশকে সঠিক নেতৃত্বে এগিয়ে নিয়েছেন। আপনি সঠিক সময়ে দায়িত্ব নিয়েছেন এবং দেশকে স্থিতিশীল করেছেন।”
বিশেষ করে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি রাজস্ব আদায় বৃদ্ধি ও ব্যাংক খাতে সংস্কারের ওপরও জোর দেন।
আলোচনায় ড. ইউনূস বলেন, “আমরা একটি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। এমনকি কেউ কেউ ব্যাংক থেকে বস্তায় করে টাকা নিয়ে গেছে।” তিনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
কথোপকথনে আঞ্চলিক বিভিন্ন ইস্যু—যেমন নেপালের ‘জেন-জি’ আন্দোলন ও আসিয়ানভুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ—নিয়েও আলোচনা হয়।
আলোচনার সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন বলে জানানো হয় প্রেস উইং থেকে।