November 24, 2025, 12:32 am

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২২

  • Update Time : Monday, July 21, 2025
  • 39 Time View

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৫০ জনের বেশি, যাদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ রয়েছেন।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে বিমানটি কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন।

ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই ঘটনায় আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ১৪ জন সেনাসদস্য, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস কর্মী।

বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে ৯ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং নিহত ও আহতদের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com