জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে সিনেট ভবনে গণনার কাজ শুরু হয়। ফলাফল জানা যাবে শুক্রবার (১২ জুলাই) সকাল নাগাদ।
নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার গণনা শুরুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘মীর মশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে গণনা শুরু হয়েছে। হাতে হাতে গণনা হচ্ছে এবং তা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। গণনা শেষ হতে সকাল পর্যন্ত লেগে যেতে পারে।’
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ের পরও কাজী নজরুল ইসলাম হলে ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার মোট নিবন্ধিত ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন পুরুষ এবং ৫ হাজার ৭২৮ জন নারী শিক্ষার্থী।
ভোটগ্রহণ শেষে দেখা যায়, সর্বোচ্চ ভোট পড়েছে শহীদ তাজউদ্দীন আহমদ হলে—৮২.২৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে নওয়াব ফয়জুন্নেসা হলে—৪৮.০৮ শতাংশ। সবমিলিয়ে গড় ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৭ শতাংশ।
ভোটের শেষদিকে বিকেল সাড়ে ৩টার দিকে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে রাতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং নতুন নির্বাচনের দাবি তোলে।
এছাড়াও সন্ধ্যার পর সম্প্রীতির ঐক্য, সংশপ্তকসহ আরও তিনটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। তারাও নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে।