আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর অবস্থান মাঝারি পর্যায়ে থাকায় এমন আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষরেখা রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, যা দেশের ওপর বৃষ্টিপাতের প্রভাব ফেলছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই সময়ের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে বৃহস্পতিবার ও শুক্রবারে সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সামনের ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে শহরাঞ্চলে জলাবদ্ধতা, এবং গ্রামীণ এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি বা দুর্বল গঠনসম্পন্ন ঘরের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।