November 23, 2025, 11:16 pm

হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না— হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : Sunday, September 7, 2025
  • 32 Time View

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আর হোন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না। তিনি স্পষ্ট করে বলেন, “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠাণ্ডা করার যুগ আমরা ৫ আগস্টেই শেষ করে এসেছি। এখন নেতৃত্ব আসবে গুণাবলি থেকে, গুণ্ডামি থেকে নয়।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপির ‘উঠানে নতুন সংবিধান’ কর্মসূচির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, “আগে যেটা হতো, যার পেছনে যত গুন্ডা, সে তত বড় নেতা। কিন্তু এখন সেই সময় ফুরিয়েছে। নেতৃত্ব মানে সেবা, সততা ও জনগণের পাশে থাকা। হোন্ডা-গুন্ডা দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠার দিন শেষ।”

তিনি আরও বলেন, “এনসিপি ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, আমরা ধরে নেব আপনি এনসিপির পক্ষে। আমাদের দলে থেকে অন্যায় করলে, হাজার হাজার লোক এনে প্রোগ্রাম করলেও তা মূল্যহীন।”

সভায় তিনি সবাইকে অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বলেন, “প্রতিটি গ্রাম, মহল্লা, ইউনিয়নে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সত্য ও ন্যায়ের পথে থাকলে, আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদের পাশে থাকব।”

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ব্যাকআপ নিয়ে অনেকেই এলাকায় অপরাধী হয়ে উঠছে। কিন্তু সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে, তারা আর সাহস পাবে না।

পুলিশি ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরে তিনি বলেন, “যারা অপরাধ দমন করবে, তারাই আজ অপরাধীদের সঙ্গে বসে চা খায়। থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায়, অপরাধী পুলিশ অফিসারের পাশেই বসে আছে। কারণ পুলিশকে এমপিদের কথা না শুনলে বদলির ভয় দেখানো হয়।”

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com