দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম, আর এবার সেটি পৌঁছেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে। প্রতি ভরিতে ৩,৪৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের হলমার্ক সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্যবৃদ্ধির কারণে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে, চলতি বছরের ২৩ এপ্রিল সোনার দাম রেকর্ড গড়ে পৌঁছেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। এর পরে ১ সেপ্টেম্বর সোনার দাম বেড়েছিল ১,৪৬৯ টাকা।
নতুন দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম): ২২ ক্যারেট: ১,৭৮,৮৩২ টাকা (বৃদ্ধি ৩,৪৪৪ টাকা), ২১ ক্যারেট: ১,৭০,৭০৩ টাকা (বৃদ্ধি ২,৯০৫ টাকা), ১৮ ক্যারেট: ১,৪৬,৩১৩ টাকা (বৃদ্ধি ২,৪৮৪ টাকা), সনাতন পদ্ধতি: ১,২১,১৬৬ টাকা (বৃদ্ধি ২,১২৩ টাকা)।
আজ বুধবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়। বাজুস জানায়, বিশ্ববাজারে দাম ওঠানামার পাশাপাশি দেশে বিশুদ্ধ সোনার চাহিদা ও সরবরাহ বিবেচনায় নিয়েই এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।