মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের অর্থপাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মহানগর পুলিশের বনানী থানায় দায়ের করা এই মামলায় বলা হয়েছে, মাসুদ উদ্দিন চৌধুরীর মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত সময়কালে ৯,৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অনিয়ম করেছে।
সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার বিপরীতে প্রত্যেক কর্মীর কাছ থেকে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল পরীক্ষা ও পোশাক বাবদ আরও ৩৬,৫০০ টাকা আদায়ের প্রমাণ পেয়েছে সিআইডি।
এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানিলন্ডারিং হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালকসহ সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সিআইডির তদন্তে আরও জানা যায়, এরই মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরী এবং তাঁর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুষ্ঠু তদন্ত চালিয়ে এ অপরাধে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে।