বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি গাড়ি কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করায় এবং সেই কোম্পানির পণ্য নিয়ে প্রতারণার অভিযোগে তাদের নাম জড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থানের ভারতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং ২৫ আগস্ট আদালতের নির্দেশে মথুরা গেট থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২২ সালে তিনি ২৩ লাখ রুপি খরচ করে ওই কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। তবে কিছু মাসের মধ্যেই গাড়িটিতে গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।
বহুবার অভিযোগ করেও সমাধান না পেয়ে প্রথমে পুলিশের কাছে যান কীর্তি সিং। অভিযোগ না নেওয়ায় পরে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশেই অবশেষে থানায় মামলা রেকর্ড হয়।
গাড়ি কোম্পানির ছয়জন কর্মকর্তার পাশাপাশি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামও যুক্ত করা হয়েছে এ মামলায়। কীর্তি সিং-এর দাবি, তারকাদ্বয়ের উপস্থিতি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের আস্থা বাড়িয়ে দেয় এবং এতে বিভ্রান্ত হয়ে তিনিও গাড়িটি কেনেন।
তিনি মনে করছেন, ভ্রান্তিকর প্রচারে অংশ নেওয়ার মাধ্যমে শাহরুখ ও দীপিকা পরোক্ষভাবে প্রতারণায় যুক্ত হয়েছেন।
তবে এখন পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।