নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৬ নারী, ৪ শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক তিন পুরুষ হলেন—ঝিনাইদহের মহেশপুরের তালশা গ্রামের সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের রাব্বি হোসেন (২১) এবং কালিহাতির খরশিলা গ্রামের রাব্বি (২৫)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির সদস্যরা পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তাদের আটক করে। আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে, আর আটক তিন পুরুষকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।