নিজস্ব প্রতিবেদক:
মিরপুরে সাধারণত তিন দিনের মধ্যেই নিষ্পত্তি হয়ে যায় বেশিরভাগ টেস্ট ম্যাচ। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট গড়াল পঞ্চম দিনে। জয় নিয়ে বাংলাদেশের কোনো বড় শঙ্কা না থাকলেও চতুর্থ ইনিংসে আইরিশদের লড়াই প্রশংসার দাবিদার।
শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান করেছে। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ৪ উইকেট; আয়ারল্যান্ডের সামনে সমীকরণ ৩৩৩ রান কিংবা ড্র করতে হলে পুরো দিন টিকে থাকা। বাস্তবতা বলছে—বাংলাদেশ আরেকটি বড় জয়ের পথে।
৩৪ রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার, তার সঙ্গে ১১ রানে অ্যান্ডি ম্যাকব্রিন।
দিনের শুরুতে আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই আঘাত হানেন তাইজুল ইসলাম। ৬ষ্ঠ ওভারে অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন। পরে পল স্টার্লিংকেও ফেরান তিনি।
হ্যারি টেক্টর ও ক্যাডে কারমাইকেল ৫১ রানের জুটি গড়ে প্রথম প্রতিরোধ গড়েন। কারমাইকেলকে চা-বিরতির আগে আউট করেন হাসান মুরাদ। ফিফটির পর টেক্টরও মুরাদের স্পিনে লং-অফে ধরা পড়ে ফেরত যান। প্রথম ইনিংসে লড়াই করা লোরকান টাকার দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে খালেদ আহমেদের শিকার হন।
শেষ বেলায় ক্যাম্পার লড়াই ধরে রাখলেও স্টিফেন ডোহানিকে তাইজুলের বলেই হারায় আয়ারল্যান্ড। এটি তাইজুলের ২৪৯তম টেস্ট উইকেট।
এর আগে সকালে ১৫৬/১ থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ দ্রুত সাদমান (৭৮) ও শান্তকে হারায়। পরে মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ১২৩ রানের জুটিতে বড় লিড পায় দল। মুশফিক জীবন পেয়ে ফিফটি স্পর্শ করেন, সেঞ্চুরির পর শততম টেস্টে অর্ধশতকের আনন্দ উপভোগ করেন তিনি। ৮৭ রানে মুমিনুল আউট হতেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করে।
চতুর্থ দিনের দুই সেশনে আয়ারল্যান্ডকে অলআউট করতে না পারায় ম্যাচ গড়াতে হচ্ছে পঞ্চম দিনে।