নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হওয়ার মাত্র এক সেকেন্ড পর নরসিংদীতে আরও একটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেন।
তরিফুল নেওয়াজ জানান, সন্ধ্যায় দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। প্রথমটি বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার ছিল, এর ঠিক পরই নরসিংদীতে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর ভূমিকম্পটির উৎসস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলা কেন্দ্র করে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল।
তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদী এলাকাকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কাঁপে এবং এতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়।