নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রত্যাশিত কনসার্ট। আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মেইন স্টেজ বিষয়টি নিশ্চিত করেছে।
মেইন স্টেজের প্রকাশিত তথ্য অনুযায়ী, কনসার্টটির শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন-এয়ার আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা মাঠে।
দর্শকদের জন্য গেট খোলা হবে দুপুর ১টায়। শো শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। খুব শিগগিরই কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলেও জানিয়েছে আয়োজকরা।
গত বছর ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে ঢাকায় পারফর্ম করেছিলেন আতিফ। সেখানে তিনি ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন।