নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর ও হাতিরঝিল এলাকায় তিনটি পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রথম বিস্ফোরণটি ঘটে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ অফিসের কাছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
এর প্রায় এক ঘণ্টা পর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হয়। এতে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার মিরপুর-১২ এলাকায় মেট্রো স্টেশনের পাশে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ওসি মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গত পাঁচদিনে সারাদেশে অন্তত ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই বাসকে লক্ষ্য করে। একই সঙ্গে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।