November 24, 2025, 12:32 am

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১১৩৯

  • Update Time : Sunday, November 16, 2025
  • 31 Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গুর প্রকোপ কমেনি। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

বরিশালে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন,  খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৯ জন, সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ সময় ১,১৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জনে।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪ হাজার ৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের তুলনায় এবার পরিস্থিতি তুলনামূলকভাবে কম হলেও আশঙ্কা রয়ে গেছে। ২০২৪ সালে মোট ভর্তি রোগী ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান রেকর্ড ১,৭০৫ জন, এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com