November 23, 2025, 8:23 pm

ওটিটিতে জয়া আহসান ও আরিফিন শুভর নতুন দুই সিনেমা

  • Update Time : Sunday, November 16, 2025
  • 15 Time View

বিনোদন প্রতিবেদক:

প্রতি সপ্তাহেই নতুন কন্টেন্টের অপেক্ষায় থাকেন ওটিটি দর্শকরা। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি আলোচিত বাংলা সিনেমা—জয়া আহসান অভিনীত ভারতের বাংলা ছবি ‘পুতুলনাচের ইতিকথা’ এবং আরিফিন শুভ অভিনীত বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র’।

পুতুলনাচের ইতিকথা

জয়া আহসান অভিনীত সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ ১৪ নভেম্বর থেকে হইচইতে স্ট্রিমিং শুরু হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাসকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে রূপ দেওয়া হয়েছে ছবিতে। যদিও উপন্যাসের সময়কাল বজায় রেখে গল্পটি গত শতকের ত্রিশের শেষ থেকে চল্লিশের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে।

জয়া আহসান বলেন, “এই সিনেমা দেখে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য দর্শকরা গভীরভাবে অনুভব করতে পারবেন।”

ছবিতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়া শশী ও কুমুদের ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়সহ অনেকে।

নীলচক্র

মিঠু খান পরিচালিত আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু ও প্রিয়ন্তী উর্বীসহ অন্যান্য শিল্পীরা।

গল্পে দেখা যায়—অনলাইনে একে একে ছড়িয়ে পড়ে ১৬ তরুণীর ব্যক্তিগত ভিডিও, যার জেরে পাঁচজন আত্মহত্যা করে। এই ভয়ংকর ঘটনার পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ অপরাধচক্র, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওগুলো ছড়িয়েছে। কী চাই তাদের? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়েছে পুরো গল্প।

পরিচালক মিঠু খান বলেন, “নীলচক্র–এ আমরা সাসপেন্স, রহস্য আর সমাজের অন্ধকার বাস্তবতাকে একসঙ্গে তুলে ধরেছি। আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক নিষিদ্ধ অপরাধজগতের ছায়া এই সিনেমায় উঠে এসেছে।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com