November 23, 2025, 5:40 pm

`ঘোষণা সংশোধন করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে’

  • Update Time : Saturday, November 15, 2025
  • 13 Time View

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিয়ে সরকার জনগণকে অযথা সংকটে ফেলেছে। তার দাবি, ঘোষণাটি সংশোধন করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে, কারণ “জনগণের মতামতই সরকারের প্রকৃত ভিত্তি।”

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে দৌলতপুর থানা জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনের কোনো সাংবিধানিক বৈধতা নেই। তার মতে, ২০২৪ সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর নতুন নির্বাচন হওয়া উচিত। তিনি দাবি করেন, সংবিধানের অনেক ধারা অকার্যকর হয়ে পড়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ সংবিধানে নেই। সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের ভিত্তিতে যে সরকার ক্ষমতা নিয়েছে, সেটিও তার মতে বৈধ নয়। তার বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই সনদকেই একমাত্র বৈধ ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

সমাবেশের সভাপতিত্ব করেন দৌলতপুর থানা আমির মুহাম্মদ মুশাররফ আনসারী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন আজিজুর রহমান স্বপন। অনুষ্ঠানে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com