নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হাইকোর্ট এলাকার কাছে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু জরেজ ইসলাম ও তার বান্ধবী শামীমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজ ইসলামকে গ্রেপ্তার করে রাজধানী গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে শামীমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব–৩। পৃথক বার্তায় ডিবি ও র্যাব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগের দিন, বৃহস্পতিবার, হাইকোর্ট এলাকার কাছে ড্রাম থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর রংপুর থেকে ঢাকায় আসার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন জরেজ। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। নিহতের বোন আনজিরা বেগম আজ শুক্রবার শাহবাগ থানায় হত্যা মামলা করেন, যেখানে জরেজসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলকে হত্যা করা হয়।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মজিবুল আলম জানান, মালয়েশিয়া প্রবাসী জরেজ কয়েক মাস আগে দেশে ফিরে আশরাফুলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তারা যৌথভাবে ব্যবসা করার পরিকল্পনা করেছিলেন।
আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ ও আলু আমদানি করতেন। ১১ নভেম্বর রাতে জরেজের সঙ্গে ঢাকায় আসার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।