November 23, 2025, 5:41 pm

আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিকাণ্ড

  • Update Time : Thursday, November 13, 2025
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাদের ভাষ্যমতে, ১০ থেকে ১৫ জনের একটি দল ভবনের চতুর্থ তলার একটি অংশে কাঠ, কার্টনসহ দাহ্য বস্তু জড়ো করে আগুন লাগিয়ে দেয়।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সকালে, শেখ হাসিনার বিচারকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলিয়ে তারা জাতীয় পতাকা মাথায় বেঁধে লাঠি হাতে অবস্থান করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে জুলাই গণ-অভ্যুত্থানপন্থী শক্তিগুলো ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com