নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মেট্রোরেলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।’
যদিও অফিস আদেশে ছুটি বাতিলের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, ডিএমটিসিএল সূত্র জানায়—রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতা বা অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে কর্মকর্তাদের ছুটি বাতিলের পাশাপাশি মেট্রোরেলের সব স্থাপনায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।