নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিচালক কেনিথ তান বলেন, বৈধ পারমিট ছাড়া কাজ করার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক বিদেশি শ্রমিক গ্রেপ্তার এড়াতে কারখানার মধ্যে লুকানোর চেষ্টা করলেও তারা আটক এড়াতে পারেননি।
গ্রেপ্তারকৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ভ্রমণ নথি না থাকা, অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অন্যান্য লঙ্ঘন।