নিজস্ব প্রতিবেদক:
বেতন দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার দুপুর পর্যন্ত শত শত শিক্ষক সেখানে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার ফলে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জামালপুরের মেলান্দহ থেকে আসা এক শিক্ষক বলেন, “শনিবার থেকে আমরা আন্দোলনে আছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”
এর আগে গত রোববার সন্ধ্যায় সচিবালয়ে আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা। বৈঠকে মন্ত্রণালয় শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার বিষয়ে কাজ চলছে জানিয়ে কিছুটা সময় চায় এবং আন্দোলন স্থগিতের আহ্বান জানায়। তবে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারে রাজি হননি।
বৈঠকের পর আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান, “আমরা আলোচনার পক্ষে, কিন্তু প্রতিশ্রুতিতে নয়—চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আজ সোমবার বিকেলে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. বেতন ১০ম গ্রেডে উন্নীত করা,
২. শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন,
৩. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।