ক্রীড়া প্রতিবেদক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস গড়ল পাকিস্তান। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাবর আজমের দল।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় পাকিস্তান। ম্যাচের শেষ বাউন্ডারি আসে সালমান আগা’র ব্যাট থেকে—বিওর্ন ফর্টুইনের করা ওভারের প্রথম বলটিই কাভার দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে, আর সেই বাউন্ডারিতেই নিশ্চিত হয় পাকিস্তানের জয় ও সিরিজ সাফল্য।
জয়ের পথে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। রান তাড়ার দ্বিতীয় বলেই শূন্য রানে ফেরেন ফখর জামান। তবে দ্বিতীয় উইকেটে সাইম আয়ুব ও বাবর আজম ৬৫ রানের জুটি গড়ে দলকে স্থিতি দেন। রানআউটে কাটা পড়েন বাবর (৩২ বলে ২৭), কিন্তু সাইম পরে রিজওয়ানের সঙ্গে আরেকটি ৬৫ রানের জুটি গড়ে ম্যাচকে নিয়ন্ত্রণে রাখেন।
লং অনে ক্যাচ তুলে ৭০ বলে ৭৭ রান করে আউট হন সাইম আয়ুব—তার ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। এরপর মোহাম্মদ রিজওয়ান (৩৬*) ও সালমান আগা (২৮*) বাকি কাজটা সহজেই সারেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে কুইন্টন ডি কক ও লুহান-ড্রে প্রিটোরিয়াস তুলেছিলেন ৭২ রান। তবে সালমান আগা দুই ওপেনারের উইকেট তুলে নেন, আর সেখান থেকেই ধস নামতে থাকে প্রোটিয়া ইনিংসে।
১০৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মাত্র ৩৭ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা। লেগ স্পিনার আবরার আহমেদ ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ নেন ২টি করে উইকেট।
বোলারদের নৈপুণ্যে সহজ লক্ষ্য পেয়ে ব্যাটসম্যানরাও কাজটা শেষ করে দেন অনায়াসেই। এই জয়ের মাধ্যমে পাকিস্তান প্রথমবারের মতো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল। এর আগে ২০০৩-০৪ ও ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে এসে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।