নিজস্ব প্রতিবেদক:
গণভোটকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত বিলম্ব না করে আগেই আয়োজন করতে হবে—অন্তর্বর্তী সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোট। তারা জানিয়েছে, গণভোট নির্বাচনের আগে না হলে আগামী ১১ নভেম্বরের জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ঢাকা মহানগর কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জুলাইয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ জমা দেওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। বিএনপি ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তবে জামায়াত ও তার সহযোগী দলগুলো নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুলেছে।
অন্তর্বর্তী সরকার দলগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানালেও বিএনপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয় বৈঠকে। আট দলের নেতারা বলেন, বিএনপি তাদের আলোচনায় না এলেও, বিএনপি থেকে আহ্বান এলে তারা ইতিবাচক সাড়া দেবেন।
বৈঠকে আগামী ১১ নভেম্বর ঢাকায় ঘোষিত জনসমাবেশ সফল করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। এ সময় পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়—
১. জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন,
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষ বা উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু,
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
৪. গত সরকারের সময় সংঘটিত নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ আট দলের অন্যান্য নেতারা।
আট দল স্পষ্ট করেছে—গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হয়, তবে তারা আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।