বিনোদন ডেস্ক:
শনিবার (৮ নভেম্বর) কাশিমপুরে সালমান শাহ ভক্তরা সামিরা হক ও অভিনেতা ডনসহ সকল আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন। ‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগান ধারণ করা নানা রঙের ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুনে সাজানো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান।
গাজীপুর সদরে মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর ও গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সালমান শাহর সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব বলেন, “আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি দিতে হবে। সালমান শাহর হত্যার ন্যায়বিচার আমরা চাই।”
ভক্তরা জানান, সালমান শাহ শুধুমাত্র ঢাকাই সিনেমার সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের জন্য তিনি অনুপ্রেরণার প্রতীক। মানববন্ধনে বিশেষভাবে উল্লেখ করা হয়, সালমান শাহের মৃত্যুর মামলায় দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অভাব এবং তদন্তে গাফিলতির কারণে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মেছে।
ভক্তদের দাবি, হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। সামাজিক মাধ্যমে মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে দেশের মানুষও এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।