নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে ধীরে ধীরে নামছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে আজ রাত থেকেই সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমবে, দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। প্রতিদিন ভোরে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
১০ নভেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ১১ নভেম্বরের দিকে তা সামান্য আরও হ্রাস পাবে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, এই শীতল ধারা সপ্তাহের শেষ দিকে কিছুটা প্রশমিত হতে পারে—তখন রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।