নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।
শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে—এটা ঠেকানোর সাধ্য কারো নেই।”
তিনি অভিযোগ করেন, “পতিত সরকারের সময়ের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা মূলত ফ্যাসিস্ট সরকারের পেইড লোক, তাদের কথায় জনগণ যেন বিভ্রান্ত না হয়।”
সাংবাদিকদের প্রসঙ্গ তুলে প্রেস সচিব বলেন, “এই সরকারের সাংবাদিকদের জন্য কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন অনেক মিডিয়া প্রতিষ্ঠান সাংবাদিকদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু বিনিময়ে দিচ্ছে শুধু একটি কার্ড—এটাই বাস্তবতা।”
তিনি আরও বলেন, “যারা এখনও নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর। দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা মানে জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া।”
মতবিনিময় সভার আগে শফিকুল আলম জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।