নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সচিব কমিটির সুপারিশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে।
মঙ্গলবার রাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে প্রয়োজন ও অর্থের সংস্থান অনুযায়ী এসব পদে নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি মত দিয়েছে।
প্রেস উইং জানায়, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই নিয়োগ বাতিলের বিষয়টি আলোচনায় আসে। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ২ হাজার ৫০০ ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সচিব কমিটি মনে করে, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি ছিল এবং এত সীমিত সংখ্যক নিয়োগে কার্যকর ফল পাওয়া যাবে না; বরং এতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি হবে।
বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৫৭০টিরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ক্লাস্টারভিত্তিক নিয়োগ দেওয়া হলে একজন শিক্ষককে একসঙ্গে ২০টির বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবসম্মত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে অর্থের সংস্থান ও প্রয়োজন অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ সৃষ্টির বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।