জেলা প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি মারছা বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী বাসটির সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।