November 23, 2025, 8:28 pm

জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে সতর্ক অবস্থানে সরকার

  • Update Time : Wednesday, November 5, 2025
  • 13 Time View

নিজস্ব প্রতিবেদক:

ভারতীয় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে এমন একজন বিতর্কিত ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শও দেওয়া হয়।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘স্পার্ক ইভেন্টস’ চলতি মাসের শেষের দিকে ঢাকায় ড. জাকির নায়েককে নিয়ে একটি বক্তৃতা সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহাদাত হাওলাদার জানান, তারা শিগগিরই সফরসূচি ও বিস্তারিত জানাবেন।

তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত জাকির নায়েকের সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি।

বৈঠকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। এক সূত্র জানায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে থেকেই সারা দেশে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল এবং পরে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এই প্রেক্ষাপটে নতুন প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় উঠে আসে, যদিও সময় ও পদ্ধতি নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী বিভাগ।

বৈঠকে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, “আগামী নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং সংবেদনশীল ইস্যুগুলোর বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com