আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা তা প্রকাশ্যে স্বীকার করছে না। তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এতই প্রচুর পারমাণবিক অস্ত্র আছে যে তা দিয়ে পৃথিবীকে প্রায় ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।
টিআরটি ওয়ার্ল্ড সহ অনান্য সংবাদমাধ্যম সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ট্রাম্প সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন বলেন যে বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখন ট্রাম্প পাল্টা দাবি করেন যে রাশিয়া ও চীনও পরীক্ষা করছে—তবে তারা তা খোলাসা করছে না। ট্রাম্প একপর্যায়ে বলেন, “রাশিয়া পরীক্ষা করছে, চীনও করছে—কিন্তু তারা এ নিয়ে কিছু বলছে না।”
ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হয়ে নাও থাকতে চায় যারা পারমাণবিক পরীক্ষা চালায় না। তিনি বলেন, “আপনি যখন অস্ত্র তৈরি করেন, সেটি পরীক্ষা না করলে কীভাবে জানবেন কীভাবে কাজ করে?”—এ ধাঁচে মন্তব্য করেছেন তিনি।
নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করে তিনি উল্লেখ করেন, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে—রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে, তবে ভবিষ্যতে তারা সমান পর্যায়ে পৌঁছাতে পারে।” একইসঙ্গে তিনি বলেছেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে প্রায় ১৫০ বার উড়িয়ে দেওয়ার সমান।”
ট্রাম্পের এই মন্তব্যগুলোকে নিয়ে আন্তর্জাতিক পর্যালোচনা ও প্রতিক্রিয়া রয়েছে; বিভিন্ন বিশেষজ্ঞ ও কূটনীতিক ট্রাম্পের অভিমত ও দাবি সম্পর্কে মতামত দিয়েছেন—তবে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিক্রিয়া এবং বৈধতা যাচাই এখনো প্রকাশিত প্রতিবেদনগুলোর আলোচ্য বিষয়।