ক্রীড়া প্রতিবেদক:
বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হলেও পূর্ণ ৫০ ওভারের খেলা শেষে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এর আগে দুইবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের। তবে তৃতীয়বারে এসে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মাদের নৈপুণ্যে নতুন ইতিহাস গড়ল তারা। পুরুষ দলের পর এবার নারী দলও বিশ্বজয়ের স্বাদ পেল ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৯৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন শেফালি ভার্মা— মাত্র ৭৮ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতের ইনিংসের ভিত গড়ে দেন তিনি। ওপেনিংয়ে স্মৃতি মন্দানার সঙ্গে যোগ করেন ১০৪ রানের জুটি। স্মৃতি আউট হন ৪৫ রানে। জেমিমা রদ্রিগেজ (২৪), হারমানপ্রিত কউর (২০) ও দীপ্তি শর্মা (৫৮ বলে ৫৮) ইনিংস গড়ে তোলেন দলের স্কোর। শেষ দিকে রিচা ঘোষ ২৪ বলে ৩৪ রান যোগ করে ইনিংসটি বড় করতে সাহায্য করেন।
বল হাতে দীপ্তি শর্মা ছিলেন দুরন্ত। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন তিনি। ব্যাট-বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন দীপ্তি, আর ম্যাচসেরা হন শেফালি ভার্মা।
প্রতিপক্ষের বিপক্ষে একাই লড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভারডট। ৯৮ বলে ১০১ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি তিনি। এর আগে সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৬৯ রানের ইনিংস— টানা দুই ম্যাচে শতক হাঁকানোর বিরল কীর্তি গড়লেও ট্রফি উঠল না তার হাতে।
অ্যানেরি ডার্কসেন করেন ৩৫, সুনে লুস ২৫ এবং তাজমিন ব্রিটস ২৩ রান। ভারতের ঘূর্ণি আক্রমণ ও নিখুঁত ফিল্ডিংয়ের সামনে শেষ পর্যন্ত ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
শেষ উইকেট পতনের সঙ্গে সঙ্গেই ডিওয়াই পাতিল স্টেডিয়াম গর্জে ওঠে “চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, ভারত চ্যাম্পিয়ন!” ধ্বনিতে। নীল জার্সির ঢেউয়ে ভাসে গ্যালারি, উচ্ছ্বাসে ফেটে পড়ে সমগ্র স্টেডিয়াম।
ভারতীয় নারী দলের এই জয়ে নতুন অধ্যায় যুক্ত হলো বিশ্ব ক্রিকেটে— এখন থেকে নারী ক্রিকেটেও ভারতের নামের পাশে লেখা থাকবে “বিশ্বচ্যাম্পিয়ন”।