নিজস্ব প্রতিবেদক:
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, সরকার গায়ের জোরে এবং বেআইনিভাবে জুলাই সনদ সংশোধন করেছে। তার দাবি, সনদে স্বাক্ষরের পর সংশোধনের কোনো অধিকার কারও ছিল না, অথচ তা “মূর্খের মতো” করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মান্না বলেন, “জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেওয়া হয়েছে, যা স্পষ্ট প্রতারণা। সনদ স্বাক্ষরের দিনই ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছিল। পরে ঐকমত্য কমিশন বলেছিল, ৩১ অক্টোবর পর্যন্ত সনদ পরিবর্ধন ও পরিমার্জন করা যাবে। কিন্তু সনদে স্বাক্ষরের পর তা পরিবর্তনের অধিকার তাদের কেউ দেয়নি।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের নামে পুরো বিষয়টি এলোমেলো করে ফেলেছেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাগরিক ঐক্যের এই নেতা বলেন, “ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। যারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) চায়, তাদের মুখে শান্তি থাকলেও ভেতরে তুষের আগুন পুষে রেখেছে।”