জেলা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা শেষ হতেই সাগরে জাল ফেলেই ভাগ্য খুলে গেল বরগুনার জেলেদের। সাগরে মাছ শিকার করতে গিয়ে এফবি সাফওয়ান–৩ নামের একটি ট্রলারে ধরা পড়েছে ১৪০ মণ ইলিশ, যা বিক্রি হয়েছে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকায়।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পাথরঘাটা উপজেলার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ঘাটে ফেরেন জেলেরা। সাইজ অনুযায়ী প্রতি মণ ইলিশ ২২ থেকে ২৭ হাজার টাকা দরে বিক্রি হয়।
জানা গেছে, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে সাগরে পাড়ি জমায় ট্রলারটি। কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে জাল ফেলতেই জালে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলার বোঝাই হয়ে গেলে বাকি প্রায় ২৫–৩০ মণ ইলিশ অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়। পরে ধরা মাছগুলো স্থানীয় সাইফ ফিশ আড়তে বিক্রি করেন জেলেরা।
ট্রলারের মাঝি রুবেল বলেন, “জাল টেনে তুলতেই দেখি মাছের ঝাঁকে জাল ভর্তি। আমাদের তিনটি মাছ রাখার কল পুরোপুরি ভরে গেছে। মাছের চাপ বেশি থাকায় কিছু জাল কেটে মাছসহ ফেলতেও হয়েছে।”
ট্রলারের মালিক মানিক মিয়া জানান, “অনেক দিন ধরে সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না, লোকসানে ছিলাম। এবার একবারেই এত ইলিশ ধরা পড়ায় সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”
পাথরঘাটা বিএফডিসি ঘাটের মৎস্য গবেষক বিপ্লব কুমার সরকার বলেন, “ডিম ছাড়ার মৌসুম শেষে মা ইলিশ নদী থেকে সাগরে ফিরে যায়। তখন তারা ঝাঁকে ঝাঁকে চলাচল করে। নিষেধাজ্ঞার পর এই ট্রলারের জেলেরা সম্ভবত এমনই একটি ইলিশের ঝাঁকে জাল ফেলেছিল, তাই এত বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে।”