বিনোদন ডেস্ক:
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর—ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং নাকি আসছেন ঢাকায়! ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান একটি ভোটিং পোস্ট করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়।
ঘটনার সূত্রপাত ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে। সেখানে একটি ফটোকার্ডে এক পাশে আতিফ আসলাম, অন্য পাশে অরিজিৎ সিংয়ের ছবি দিয়ে লেখা ছিল—“পরবর্তীতে কাকে দেখতে চান আপনারা?” পোস্টটি নজরে আসে ‘টিকেট টুমোরো’ নামের একটি পেজের, যারা সেই পোস্টটি শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে অরিজিৎ সিংয়ের কনসার্টের বিভিন্ন মুহূর্ত দেখিয়ে লেখা হয়, “বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ।” এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে খবর—অরিজিৎ বুঝি সত্যিই আসছেন ঢাকায়!
তবে বাস্তবে বিষয়টি এখনো কেবল আলোচনা পর্যায়ে। ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা জানান, “আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এই পোস্টের উদ্দেশ্য ছিল শুধু শ্রোতাদের পছন্দ বোঝা—কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান তা জানার জন্যই ভোটিং দেওয়া হয়েছিল। আনুভ জেইনের ইভেন্ট শেষ হওয়ার পরই আমরা পরবর্তী আয়োজনের পরিকল্পনা করব।”
তিনি আরও বলেন, “অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকে আনছি, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। জাতীয় নির্বাচন সামনে থাকায় নতুন কোনো বড় ইভেন্টের সম্ভাবনাও এখনই নেই।”
উল্লেখ্য, অরিজিৎ সিং সর্বশেষ বাংলাদেশে পারফর্ম করেছিলেন ২০১৬ সালের মার্চে। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্টে তিনি ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো জনপ্রিয় গানসহ কিছু বাংলা গানও পরিবেশন করেছিলেন। হাজারো দর্শকের উপস্থিতিতে সেই কনসার্ট এখনো সংগীতপ্রেমীদের মনে রয়ে গেছে।
অতএব, এখন পর্যন্ত অরিজিৎ সিংয়ের ঢাকায় আসার কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি—সবকিছুই কেবল ভক্তদের প্রত্যাশা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ।