November 24, 2025, 12:30 am

নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে, সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

  • Update Time : Thursday, October 30, 2025
  • 35 Time View

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো সক্রিয় হতে পারে। তিনি সতর্ক করে বলেন, “ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করেই আক্রমণ আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তবে যত ঝড়-ঝাপটা আসুক, আমাদের তা মোকাবিলা করতে হবে।”

বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা সভায় বলেন— নির্বাচনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হতে পারে। দেশি-বিদেশি মহল থেকে বিভ্রান্তিকর তথ্য, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে। “অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা রোধ করতে হবে, যেন তা ছড়িয়ে না পড়ে,”— বলেন তিনি।

অধ্যাপক ইউনূস আরও বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদানের প্রক্রিয়া, এবং কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে কীভাবে তা মোকাবিলা করতে হবে— এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এসব বিষয়ে বেশি করে টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করে দ্রুত ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে। এতে মানুষ সচেতন হবে এবং নিজেরাই প্রস্তুত হতে পারবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

Spread the love
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved
Theme Developed BY ThemesBazar.Com