নিজস্ব প্রতিবেদক:
টানা চারবার দাম কমার পর দেশে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে এক ভরি সোনার দাম আবারও ২ লাখ টাকা ছাড়িয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এ দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। পরে টানা চার ধাপে মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমে দাম নেমে আসে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। তবে একদিন না যেতেই ফের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানাল বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে।
নতুন দামের তালিকা:
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০২,৭০৯ টাকা, ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৩,৫০৬ টাকা, ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৫,৮৬২ টাকা, সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৩৭,৮৪৫ টাকা।
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত থাকছে।
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২,৬০১ টাকা।