বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক আলোচনা ও মামলার প্রেক্ষিতে মুখ খুলেছেন তার জনপ্রিয় সহ-অভিনেত্রী শাবনূর। ২৯ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে আদালতের নির্দেশে নতুন করে একটি হত্যা মামলা দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে আবারও আলোচনায় এসেছে। বিদেশে অবস্থানরত শাবনূর জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি মামলার বিষয়ে জেনেছেন।
প্রথমে বিচারাধীন মামলা হওয়ায় তিনি মন্তব্য করা থেকে বিরত থাকলেও, পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানান। শাবনূর বলেন, “কিছু ব্যক্তি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি সবাইকে অনুরোধ করছি—সত্যতা যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না।”
প্রয়াত সালমান শাহ সম্পর্কে শাবনূর বলেন, “আমরা একসঙ্গে প্রায় ১৪টি সিনেমায় কাজ করেছি। সালমান ছিলেন অত্যন্ত জনপ্রিয়, প্রতিভাবান ও শক্তিমান অভিনেতা। তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র ক্যারিয়ার উজ্জ্বল হয়ে উঠেছিল।”
তিনি আরও বলেন, “সালমান শাহর অকাল মৃত্যু আমার জন্য ছিল এক গভীর ব্যক্তিগত ক্ষতি। আমাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়েছিল। তার মৃত্যুর পর কিছু মানুষ নিজেদের স্বার্থে আমাদের সম্পর্ক নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়িয়েছিল, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।”
শাবনূর স্পষ্টভাবে জানান, “সালমান শাহ কীভাবে মারা গেছেন, তা আমি সত্যিই জানি না। আমি শুধু চাই, ঘটনার সঠিক তদন্ত হোক এবং প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।”
তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়াত নায়কের আত্মার মাগফিরাত কামনা করেন।